সুমন মান্না

মায়াজম
3

                        ইদানীং ঘটনারা


দানীং দেখছি ঘটনার বারুদ ফুরোলে তা প্রত্যক্ষদর্শীর শরীরের
মাপ অনুযায়ী ক্রমশ সংক্রামিত হয়।
মানুষের কাছাকাছি থেকে থেকে মানুষের মতোই ঘটনারা
যে যার নিজস্ব বাড়িতেই ফেরে।
কিছু পরে বেরিয়েও আসে ফের পোশাক বদলে
দ্বিধাগ্রস্ত বা অকারণ খলবলে কেউ, কেউ নিঃশব্দে শুধু ভাবে
আগ্রাসী লোকটির বেশধারী ঘটনাটি বুঝিয়েই ছাড়ে
সসাগরা পৃথিবীটি চলে তার তাঁবে।
মানুষের হয়ত এতে সত্যিই নেই কোনো ঘটনার দায়
একবার বাড়ি ঘুরে এলে মানুষের মতো ঘটনা বদলে যায়।
সাক্ষাতে বিশদে বলব
এখন জলের মধ্যে হাবুডুবু
সামান্য অসতর্ক হলে হাত ধরে নামাবেঅতলে
যেমন অনেক নুড়ি পাথরেরা আছে
সাজিয়ে রেখেছে সে ছোট মাছগুলি লুকোচুরি খেলে বলে।
ডাঙাতে অজস্র পাখি দেখি সকালের দিকে
ক্রমশ অন্য শব্দরা ধীরে ধীরে জাগে কিছুটা আকাঙ্খায়
কিছু না বলেও ডেকেছে গাছগুলি, নিঃশব্দে ফুটে ওঠা ফুল
একটু পড়া দেখিয়ে দেওয়ার অছিলায়।
কতটা বা চলি বলো, লোভে পড়ি বারবার
ইচ্ছেরা এখনো আছে, বাচ্চাকাচ্চা গান বাজনায়
সামনের পথ দিয়ে সন্ধের দিকে অজস্র রঙিন মেঘ
আমাকে দেখিয়ে দেখিয়ে আনবাড়ি যায়।
এত কিছু বিস্তারিত লিখতে না লিখতেই
পরের দৃশ্যাবলী, শব্দরা এসে
এ সামান্য লেখার ওপরে তার হাত চাপা দেবে
শরতের আচমকা বৃষ্টিও এল, খাতাও ভেজাবে
বলো, আমি কী আর করব?
ক-টা দিন যাক, ফিরি,
সাক্ষাতে বিশদে বলব।

একটি মন্তব্য পোস্ট করুন

3মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন