স.ত.জীবন - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

স.ত.জীবন

                             ★ ইস ★


--------
হাত দিয়ে হাঁটছিলাম। দেখলাম আগে-পিছে আমার মতো অনেক প্রাণী।
সোজা হবো ভাবতেই; ডরউইন ঘাড় চেপে ধরলো। দাঁড়িয়োনা, লেজ খসে যাবে! এক
আলোক বর্ষের সীমানা পেরিয়ে কুড়িয়ে পেলাম E=mc2। ডরউইন আর আইনষ্টাইনকে
ব্লেন্ডারে মিশিয়ে যখন পান করছিলাম, ঠিক তখনই দেখলাম কয়েকটি নেড়ি
কুকুর এক ভাদুরে কুকুরীর পিছনে চেটে চলেছে ক্ষার রসায়ন।
আরটারিতে জন্ম হলো- বিবর্তিত কবিতা।
কুকুরীস্তনের নিপল বেড়েই চলল- সাধুর জন্য, কবির জন্য, সভ্যতার জন্য।
এখন বাতাসের ছোঁয়ায় নারী গর্ভবতী হয়। লেজটা বাঁকা হতে হতে লজ্জাস্থান
বেরিয়ে পড়ে পিকাসোর তুলিতে।
সোজা হতে পারিনি তাই-
অশ্রাব্য শব্দ সঙ্গমে কবিতা প্রসব করি
সায়নাইটের বার্থ কন্ট্রোল পিল খেয়েও রুখতে পারিনা অক্ষর স্পার্ম।
জন্ম নেয় বিকলাঙ্গ পদাবনত পদাবলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র