সুমনা পাল ভট্টাচার্য

মায়াজম
0
                              ছায়া ছবি
---------



------------------
ম্বুলেন্স এর লাল আলোটা ঝড়ের গতিতে ছুটে আসছে
সময়ের কিনারায় দাঁড়িয়ে ঘেমে ওঠা আঙুলে শিকড়ের টান...

হৃৎপিন্ডের ধুকপুকানি হঠাৎ যন্ত্রণায় নীল হতে হতে থমথমে হলদেটে রাত
লাজুক-রাঙা বেলুনেরা ভালবাসার কথা বলতে বলতে কেমন ক্লান্ত বাতাসী

জীবনের তাপ মুছে দেওয়া দেওয়ালে ঘেমে ওঠা অক্ষর...
শুকিয়ে ওঠা রেটিনা প্রাণপণ চেখে নেয় একমুঠো জল

মেয়েটির উদ্বিগ্ন বুকে জড়িয়ে ধরা মুখে ছায়া নেমে আসে..
যুবকের ঠোঁট কেঁপে ওঠে
দুচোখে ঘন হয়ে আসা অঙ্গীকার

চোখের কোল বেয়ে ছলকে ওঠে
এক বাধহীন বাঙ্ময় নদী...

যেখানে যতো ভাঙা চোরা হৃদয়ের টুকরো
ছড়িয়ে রয়েছে শহরের আনাচেকানাচে
সেই সব জঞ্জাল পেরিয়ে
সে নদী বয়ে চলে
ভালবাসার মোহনায়.....

ধুয়ে যায় মৃত্যুর সাইরেন..

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)