তিলোত্তমা বসু - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

তিলোত্তমা বসু

                              দুর্বলতা



ছেলেদের প্রতি খুব দুর্বলতা
দোহাই একথা শুনে
দাঁত নখ বার ক’রো না...
#
এই যে সেজেছি এত
ঝুমকো...মেরুন টিপ...
এসব এমনি নাকি ?
ছলাকলা ছেলে ভোলানোর...
ছেলেদের ছাড়া লেখার ক্ষমতা
আমার যে নেই
শব্দ তো ব্রহ্ম ,অর্থাৎ পুরুষ !
#
কিনতু এ সেলাই করা ঠোঁট !
বেঁকে গেছে পানপাতা
---- মনে আছে কিসের কারণে ?
প্রতিবেশিনীও দেখি নিয়ত হজম করে
পশুর চাবুক ...
আপেল কিশমিশ ছাড়া
ভাবতে পারেনা ওরা
যেন আমি খেয়ালখুশির
ডাকনাম
#
অথচ সেদিনও
সাদা শার্ট ,ডেনিম জিন্স ,রুখু রুখু গাল
দেখতে চেয়েছি আর
বিপদেও দিতে গেছি ঝাঁপ----
নিজেকে নিয়েছি লুফে
ভাগ্যিস ----
নুনছাল উঠে যাওয়া
থ্যাৎলানো মন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র