চয়ন ভৌমিক - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

চয়ন ভৌমিক




নামহীন মাটি



শৈশব জ্বরে ভোগা আমি -
যখন পুড়ে যাই আপাদমস্তক
তখন যে হাত, যে ভালোবাসা
কপালে ঝর্ণাধারা বইয়ে নামিয়ে দেয় তাপ দাহ
সেই সহস্র স্পর্শ, হাজার আঙুলের বিলি
আসলে নাম সম্পর্কহীন আত্মীয় আমার।
যার স্নেহরূপের পরিচয় আবহমান নারী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র