শাশ্বতী সরকার

মায়াজম
0 minute read
0


আয় রে অনাগতা



হস্র বছরের ধুলোর আস্তরণ সরাতে সরাতেই
কেটে গেল ক্লান্ত জীবন
আয় রে অনাগতা
তোর চোখেই আঁকি নতুন জীবন
তোর হাতেই থাক ত্রিশূলের উত্তরাধিকার
চিরপদদলিতের দেশ ছেড়ে যাওয়ার আগে
একবার তোকে আদর সেরে নিই
একবার তোকে প্রণামও সেরে নিই
স্বয়ংসম্পূর্ণা মা আমার
যোগ্য পৃথিবীতে আবার ডেকে নিস কখনও
তোর কোলে পুনর্জন্ম নিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
July 18, 2025