বিদিশা সরকার

মায়াজম
2
                 কিং-কর্তব্য-বিমূঢ় কবিতা 



---------------
সেই বিচ্ছুরণ তোমরা কেউ দেখনি।সেই বিচ্ছুরণ তোমরা কেউ জান না।একটা অন্ধকার 
ঘরে গড়িয়ে দিয়েছিল- যেমন মার্বেলের গুলি। যেমন বাহির হইতে প্রযুক্ত বল ...নিউটনের
সূত্র।
উল্কা! উল্কা ! উল্কা ---- আমার বাবা টর্চ হাতে খুঁজে বেরাচ্ছিলেন উল্কা .........।অথচ তিনি
তো নেই। প্রতি বছর ২রা আগস্ট মৃত্যু বার্ষিকী।মেয়ের খাতির যত্ন বিষয়ে প্রাগ্‌ মহোদয়ের
যথেষ্ট শঙ্কা ছিল। ওভারকোটের ভিতরে যীশু আর তিনটে বিড়াল ছানা। আল্ট্রা সোনোগ্রাফির
পরেও বেঁচে আছে! নাদিয়া , নাদিয়া ............ ভ্যানিলার গন্ধ ঘর জুড়ে। ম্যাদমোয়াজেল
একটা ট্রে তে উপুড় করে রাখলেন ক্যারামেল পুডিং। দৈববাণী, যা এনেছ তোমরা পাঁচজনে
ভাগ করে খাও।
আপনি জানেন না আপনার পিতলে ফাংগাস। আপনি এও জানেন না ব্রাসোর দোকান টেরিটি
বাজারের কোন গলিতে। চাঁদনি চকের রাস্তায় ভোর দোকান খুলেছে সবে।পুরনো শাড়ি ঢালাও
বিক্রি হচ্ছে ভোরের সঙ্গে।
শ্যারণ প্রভাকরকে আপনি যে অ্যাঙ্গেলে থেকেই দেখবেন মনে হবে মেমেন্টো।পালিশ করা
ঝকঝকে তকতকে লাইভ টেলিকাস্ট। একটা চোখ হাঁটছে, আরেকজন নির্জনতা খুঁজতে
সেই যে বেরিয়েছে ...সব মৃত্যুর পোস্টমর্টম হয় না। অথচ মসৃণ মৃত্যুর জন্য,একটা ক্ষুরের জন্য
তন্নতন্ন –
রাত্রি চেয়েছিল, অন্তত কেউ একজন বলুক – সন্টু মনা মন্টু মনা – বিলি কাটুক চুলের জহরতে।
বলুক ‘ চাঁদপানা পানা পুকুরে তোমায় মানায় না সোনা ‘ – ছ’শো সত্তর টাকায় আন লিমিটেড
নেট ভাবতে পারো?
আসলে কোনও খবরই লিক্‌ হয় না। কোনও প্রশ্নপত্রই না। এটা সমঝোতার ব্যাপার। যেটা লিক্‌
হয় সেটা ‘টায়ার’।তবে সেটা যদি কোনো বৃষ্টির রাত হয় অথবা হাইওয়ে আর মফঃস্বলের
অন্তর্ঘাতমূলক রাস্তা – আপনি তখনই হয়ে যাবেন একজন স্ক্রিপ্ট রাইটার। হতেই হবে। এক্সটেনশনে দাঁড়িয়ে রয়েছে আপনার ধারাবাহিক।শীত রোল পাওয়ার জন্য ‘মুন্নি বদনাম হুই ...
অর্ধেকের বেশি পুরুষ জানেই না যে ফোর প্লে’র দরকার হয় না।একটা যুতসই চুমুই শিখতে
পারল না। একজন লাজুক বাবাকে বলতে শুনেছিলাম , অ্যান্টিকে টিথ্‌ কিস্‌ দাও –আন্টিকে একটা ওয়েট কিস্‌ ! কেমন মহুয়া মহুয়া ......ভুল করেও পদবী না।কেস খেয়ে যাবেন।
যে সুতোর উপর দিয়ে আপনি হাঁটছেন আর ভব সংসার- অকূল পারাবার হাততালি দিচ্ছে আর
দেখছে মাদারি-কা-খেল , সেই সুতোর উপরেই তো পথে হল দেরী।
আপনি –কিং
আমি- কর্তব্য
পাবলিক – বিমূঢ়

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন