অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

২৪ আগ, ২০১৮

অনুপম দাশশর্মা

দুগ্ধবতী ধানক্ষেত ও মত্ত-কবি 
Related image

নজ্যোৎস্নার ভেতর যেন অবশ হয়ে পড়ে আছে
ঐতিহ্যবাহী ঘোর।
মুখ তুলে তাকানোর সময় নেই শব্দের
তীব্র নেশার স্রোত বয়ে চলেছে কবির শিরায় শিরায়
নির্মাণ যেখানে পিপাসাকে গড়ে দেয় অলৌকিক বনপথ
সেখানে পঙক্তির বুকে ঝুঁকে পড়ে
নেশাগ্রস্থ কলমের শ্রী-মুখ।
কোন ধ্বংস নেই, কোন বিশ্রাম নেই..
একটি প্রায়ান্ধকার ভাবনার গর্ভদেশ থেকে জন্ম নেওয়া
কবিতার দায় বহন করে কবির কাব্যনেশা।
বাহ্যজ্ঞান তখন-তো নেহাত অদৃশ্য জলসম্ভার
তৃষিত বক্ষের।
সময়ের যে কোন নির্জন-খন্ডে
শব্দনেশার আগুন জ্বেলে বসে যে অপরূপ মন
তাঁকে উপহার দিও একটি দুগ্ধবতী ধানক্ষেত, অবশ্যই..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র