শুক্লা মালাকার - মায়াজম

Breaking

২৪ আগ, ২০১৮

শুক্লা মালাকার

শহুরে ইতিহাস

Image result for wallpaper of drinksImage result for drinking wallpaper
হর জুড়ে সর্পিল ক্ষমতার নেশা
ময়দানের ঘাসে ঘাসে তার ইতিহাস
কাঁচের গ্লাসে ডুবে আছে নতুন,দৃষ্টি ঘোলাটে
আমি শুধু আমি, ‘আমাদের’ তীব্র আকাল
নজর ধুয়ে ফেলে সবটুকু পুরাতন
উড়ালপুলের হাতার ভাঁজে স্বেচ্ছাচারী চাঁদ
রাতের গভীরে অনায়াসে মিশে যায়
থরে থরে সাজানো চিৎকার
মোমের মতো গলছে মানবিকতা
বহুকাল হল তার সব আগুন পুড়েছে
অপেক্ষার টানেল বেয়ে নেমে যাচ্ছে বিপ্লব
তাকে ফেরাবার কৌশল আমার জানা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র