শহুরে ইতিহাস
শহর জুড়ে সর্পিল ক্ষমতার নেশা
ময়দানের ঘাসে ঘাসে তার ইতিহাস
কাঁচের গ্লাসে ডুবে আছে নতুন,দৃষ্টি ঘোলাটে
আমি শুধু আমি, ‘আমাদের’ তীব্র আকাল
নজর ধুয়ে ফেলে সবটুকু পুরাতন
উড়ালপুলের হাতার ভাঁজে স্বেচ্ছাচারী চাঁদ
রাতের গভীরে অনায়াসে মিশে যায়
থরে থরে সাজানো চিৎকার
মোমের মতো গলছে মানবিকতা
বহুকাল হল তার সব আগুন পুড়েছে
অপেক্ষার টানেল বেয়ে নেমে যাচ্ছে বিপ্লব
তাকে ফেরাবার কৌশল আমার জানা নেই।
সুচিন্তিত মতামত দিন