যক্ষ্মিণী
নীলকণ্ঠ গাছ পেরিয়ে গেলে
এক বহতা সন্ধে পড়বে
চোখ জ্বালবে না তখন বুঝলে?
#
একটা মৌচাক আছে আর খুউব ভনভন
#
হাঁড়িভর্তি গোধূলি রান্না হবে সেখানেক
সারাজীবনের ক্লান্ত পুরুষ এসে মানুষ হয়
সারাজীবনের ক্লান্ত মানুষ এসে পুরুষ হয়
#
নীলকণ্ঠ ফুল পেরিয়ে
যাওয়ার আগে এক দরবার পড়বে
হাতজোড় করে মানত করলে ফল পাওয়া যায়
#
ওই নীল হয়ে ওঠা কণ্ঠার আগে আগে
আমি প্রেমিক আর তুমি যক্ষিণী
চোখ জ্বালবে না তখন বুঝলে?
#
একটা মৌচাক আছে আর খুউব ভনভন
#
হাঁড়িভর্তি গোধূলি রান্না হবে সেখানেক
সারাজীবনের ক্লান্ত পুরুষ এসে মানুষ হয়
সারাজীবনের ক্লান্ত মানুষ এসে পুরুষ হয়
#
নীলকণ্ঠ ফুল পেরিয়ে
যাওয়ার আগে এক দরবার পড়বে
হাতজোড় করে মানত করলে ফল পাওয়া যায়
#
ওই নীল হয়ে ওঠা কণ্ঠার আগে আগে
আমি প্রেমিক আর তুমি যক্ষিণী
সুচিন্তিত মতামত দিন