শাশ্বতী সান্যাল - মায়াজম

Breaking

২৪ আগ, ২০১৮

শাশ্বতী সান্যাল

স্মৃতি ও মদের জন্য
Related image



সকল নেশার কাছে শিরোধার্য আমার কবিতা
মারিজুয়ানার মতো যে পুরুষ মধুগন্ধ নিয়ে
শরীরে এসেছে, যাকে পানপাত্রে বিষ দিয়েছিল
পূর্বের নারীটি; আমি স্তন থেকে, যোনি থেকে
অমৃত মন্থন করে মৃতদেহ বাঁচিয়ে তুলেছি...
পুরোনো রক্তের নেশা, শ্বাপদসংকুল
মহুয়া ফলের মতো ঝরে পড়ে এ উপত্যকায়
তাকে তুলে নিয়ে যায় আদিম কিশোরী
বকুলের মতো যার পুরুষটি সবুজাভ আলো
শরীরে জ্বেলেছে। আর
সারারাত... সারারাত উদ্দাম মাদল
লোহা ও আগুন ছুঁয়ে ফিরে এসে ঘরে
শ্মশানভূমির কথা ভুলে যাব। ভুলে যাব শীত
তবু, সমস্ত লেখার কাছে শিরোধার্য আমার পুরুষ
তাকে ছুঁয়ে ফিরে পাই
স্মৃতি ও মদের জন্য একক সঙ্গীত...

৬টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র