স্মৃতি ও মদের জন্য
সকল নেশার কাছে শিরোধার্য আমার কবিতা
মারিজুয়ানার মতো যে পুরুষ মধুগন্ধ নিয়ে
শরীরে এসেছে, যাকে পানপাত্রে বিষ দিয়েছিল
পূর্বের নারীটি; আমি স্তন থেকে, যোনি থেকে
অমৃত মন্থন করে মৃতদেহ বাঁচিয়ে তুলেছি...
পূর্বের নারীটি; আমি স্তন থেকে, যোনি থেকে
অমৃত মন্থন করে মৃতদেহ বাঁচিয়ে তুলেছি...
পুরোনো রক্তের নেশা, শ্বাপদসংকুল
মহুয়া ফলের মতো ঝরে পড়ে এ উপত্যকায়
তাকে তুলে নিয়ে যায় আদিম কিশোরী
বকুলের মতো যার পুরুষটি সবুজাভ আলো
শরীরে জ্বেলেছে। আর
সারারাত... সারারাত উদ্দাম মাদল
মহুয়া ফলের মতো ঝরে পড়ে এ উপত্যকায়
তাকে তুলে নিয়ে যায় আদিম কিশোরী
বকুলের মতো যার পুরুষটি সবুজাভ আলো
শরীরে জ্বেলেছে। আর
সারারাত... সারারাত উদ্দাম মাদল
লোহা ও আগুন ছুঁয়ে ফিরে এসে ঘরে
শ্মশানভূমির কথা ভুলে যাব। ভুলে যাব শীত
শ্মশানভূমির কথা ভুলে যাব। ভুলে যাব শীত
তবু, সমস্ত লেখার কাছে শিরোধার্য আমার পুরুষ
তাকে ছুঁয়ে ফিরে পাই
স্মৃতি ও মদের জন্য একক সঙ্গীত...
স্মৃতি ও মদের জন্য একক সঙ্গীত...
অমোঘ
উত্তরমুছুনswasanvumir kotha vule jabo,vule jabo sit......bah!
উত্তরমুছুনঅপূর্ব ! মুগ্ধতা একরাশ !
উত্তরমুছুনYes ! This boldness
উত্তরমুছুনThat defies the dirction of air
Often wins
Over the challenge - whatever !
কী বলা যায় !!!কবিকে পাঠকের প্রেম.অপূর্ব !!!
উত্তরমুছুনকী বলা যায় !!!কবিকে পাঠকের প্রেম.অপূর্ব !!!
উত্তরমুছুন