আমরা, যারা অশিক্ষিত—শ্রাবণ এলে কি আসে যায়?
সেই তো এক পুরনো ছাতা, বিয়েয় পাওয়া
এখন তাতে অনেক তাপ্পি, বদল হাতল
বেপরোয়া শিক—নেশাগ্রস্ত, বেহেড মাতাল
#
শ্রাবণ যখন বেদম নামবে এই মহলে
ঐ ছাতাটাই লটকে দেবো ঘরের চালে
ঘরের মেঝেয় জল থৈ থৈ দরজা ভাঙা
সবই ভিজুক, মাথা বাঁচুক, নইলে অঙ্ক গুলিয়ে যাবে...
#
এমন শ্রাবন লিখতে চাই না, লিখতে চাইনি কক্ষণও তো!
এবার তবে আঁতের কথা বলি--
অঝোর জলে মত্ত ব্যাঙের ডাকের জন্যে
শন্দ সরাই, চাদর না পাল্টে শুয়ে পড়ি
একার বিছানায়---স্বপ্ন ভাবি তোমার সঙ্গে এক উঠোনে জাম কুড়োনো
#
নেশায় তখনও মাথা টলটল করে...
সুচিন্তিত মতামত দিন