প্রণব বসুরায় - মায়াজম

Breaking

২৪ আগ, ২০১৮

প্রণব বসুরায়

নেশার শ্রাবণ 

Image result for rain and glass wallpaper

মরা, যারা অশিক্ষিত—শ্রাবণ এলে কি আসে যায়?
সেই তো এক পুরনো ছাতা, বিয়েয় পাওয়া
এখন তাতে অনেক তাপ্পি, বদল হাতল
বেপরোয়া শিক—নেশাগ্রস্ত, বেহেড মাতাল
#
শ্রাবণ যখন বেদম নামবে এই মহলে
ঐ ছাতাটাই লটকে দেবো ঘরের চালে
ঘরের মেঝেয় জল থৈ থৈ দরজা ভাঙা
সবই ভিজুক, মাথা বাঁচুক, নইলে অঙ্ক গুলিয়ে যাবে...
#
এমন শ্রাবন লিখতে চাই না, লিখতে চাইনি কক্ষণও তো!
এবার তবে আঁতের কথা বলি--
অঝোর জলে মত্ত ব্যাঙের ডাকের জন্যে
শন্দ সরাই, চাদর না পাল্টে শুয়ে পড়ি
একার বিছানায়---স্বপ্ন ভাবি তোমার সঙ্গে এক উঠোনে জাম কুড়োনো
#
নেশায় তখনও মাথা টলটল করে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র