শ্যামশ্রী রায় কর্মকার

মায়াজম
0
শূন্যগর্ভের জাতক




জীবনের টীকাভাষ্য খুলে বসে আছি
সম্বল বলতে শুধু ভিক্ষাপাত্রে হ্রস্বতেজ রোদের তীর্যক
ওপারে ডোম্বির ঘর,আপাত প্রান্তিক
তার পাকশালে তবু রাঁধা হয় নির্বিকল্প প্রেম
আমার হাঁড়ির গর্ভে না শব্দ না তণ্ডুল
অলাতচক্রের আঁচে পুড়ে যায় ঘরবাড়ি, অমিয় নিভৃতি
শূন্যতা-জাতক আমি,ফিরে যাব মহাশূন্যতায়
প্রত্যেক মৃত্যুই জানি আরেক জন্মের বিজ্ঞাপন
শব্দে,শস্যে, বায়ু,জলে দেবতার বাস
হে শূন্য, তোমাকে দিই সেই শস্য, সেই জল,
আমার গোপন দাহ, পূর্ণ সমর্পণ
আমাকে অকায় করো, ছড়িয়ে ছড়িয়ে দাও জলতলে, তিসিখেতে, অরণিকাষ্ঠের মন্থনে
হোমের অগ্নি থেকে উঠে আসুন বিশুদ্ধ পুরুষ
যিনি দান করেছেন আঙুলের চক্রচিহ্ন, স্মৃতির বিষামৃত, বাক
তিনি আজ করপুটে তুলে দিন ফলবতী অক্ষরের ভ্রুণ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)