তাপসকিরণ রায় - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

তাপসকিরণ রায়

কামনার মাংসপিণ্ডে


আঙুর থোকা
ঙুর থোকায় আলতো টোকা মারি
বেলুন ঘর্ষণ সুখে লাল চাঁদ উড়ে যায়...
তোমার আলুথালু চুলের গন্ধ শুঁকি
একটা আদলে এসে তুমি থেমে আছো
দক্ষিণা বাতাস কি এখনই বওয়ার ছিল ?
আর ওই লালরঙা শাড়ির ভাঁজ খুলে খুলে
এক দর্শনার্থীর মজে যাবার কথা ছিল না।
তোমার বাধাই আমায় আরও দুর্বৃত্ত বানিয়েছে--
কখনও তুমিও তো চাও ঘরে সিঁধ পড়ুক ?
সমস্ত কিছু তছনছ হয়ে খান খান ছড়িয়ে ছিটিয়ে...
সমস্ত লুণ্ঠন করে চেঙ্গিস খাঁ চলে গেছে,
তার তরবারির ফলা এখনও ঝলসে ওঠে--
অনেক ধর্ষকামী জন্ম নিয়েছে দেশটায়।
কখনও শরীর যেন আমি নই, হয়ে যায়--
কখনও মন শরীরের বশে থাকে না।
তাই বুঝি চেঙ্গিস খাঁ কারও কারও শরীর ভেঙে
এখনো উঠে আসতে পারে!
সে ছায়াবৃত্তের আড়ালে দাঁড়িয়ে ছোঁ মারতে পারে
বেহালায় কোন রাগ
স্থান-কাল-পাত্রের সবকিছু পাল্টে নিচ্ছে দিকদর্শন
যেখানে হাসার কথা ছিল তুমি কেঁদে ভাসালে, জীবনের উদ্গারে তুমি স্তব্ধ রয়ে গেলে
তোমার ভেতরের খাই খানা খন্দ দেখে আঁতকে উঠল নায়ক,
এখানটায় দুঃখ দিতে হবে--বেহালায় কোন রাগের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে
দর্শকমন কাবুতে আনতে হবে। তারপর - বিয়োগ ব্যথাগুলি খুলে খুলে
ধরতে হবে তাদের সামনে--না সে ব্যথায় মুরগি বা ছাগলের স্বর রাখা যাবে না--
তবে কারও কারও মনে প্রমোদ ভ্রমনের কথা মনে পড়ে যেতেই পারে
ওদের তৃষ্ণা পাবে এবং এতি-উতি চেয়ে সেই বুবুক্ষু ঘ্রাণ নেবার চেষ্টা করবে
তুমি সৃজনী হয়ে উঠতে পারবে না, আর ঠিক তখন বাস্তব মেনে
নায়িকা তোমায় মোক্ষম একটা চুমু খাবে।
প্রেক্ষাপট আবার অন্ধকার l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র