রাখী সরদার

মায়াজম
0



আমার সে চেনা মেয়ে





১.
পৃথিবীর প্রেক্ষাগৃহে শিউলি ঘ্রাণে থৈ থৈ
নীলাকাশে সমাচার ...
অধোমুখে বসে আছে শবরের মেয়ে
কামাতুর পশুর শিকার আর ন‍য়,
মাটির প্রদীপ জ্বেলে মালা বিক্রি করে!
২.
এবার অন্তত তুই মেয়ে
পঞ্জিকা আসিস ফেলে ...
শরতের বাতায়ন খোলা থাকে যেন
অনিঃশেষ কাল।
এ আগুন, এ নরক,মানুষের শরীরের কালি
কাশ হয়ে ফুটে থাক...
ও কুসুম চোখে
অভাগীরা আলো পাক আরো কিছুকাল ।
৩.
কেন!কেন এত দ্বিধা!
ওরা চার ভাইবোন বেশ তো থাকে মাটির ঘরেতে
অমৃত কোথায় পাবো?
ঘরে ঘরে হাহাকার,
সাদা ফেনা ভাত আর আতপ ভক্তির নাড়ু
মুখে তুলে দেব।
আমিও কদিন দেখো
এই অবসরে কিছু কিছু লিখে নেব
শারদ কবিতা... কিছু অঙ্গীকার।
৪.
প্রসন্ন সময় শেষ
পরে পরে ভাসানের গান...
খড় ,মাটি জল ঝেড়ে মহিষাসুর গর্জায়
রাস্তায় রাস্তায়... অরক্ষিত ধৃ...
আবারও কবে হবে গো মেয়ে দৃশ্যমান?
এ মাটির দাওয়ায়...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)