শমীক জয় সেনগুপ্ত - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

শমীক জয় সেনগুপ্ত

প্রয়াণ

সলে প্রয়াণ বলে কিছু হয় না শ্রাবণ
ঝুলি উপচে সহবাসী হৃদয়পল্লব
লিখে রাখে লোকান্তরের দ্ব‍্যর্থ কথনলিপি
চলে যাওয়া মানে শুধু শোক নয় তাই
আমাদের ঋতু জুড়ে বৃষ্টিও সাম-গীত গায়।
আসলে প্রয়াণ বলে যেটুকু বুঝেছি
স্মৃতি আর পত্রপুটে অবারিত গতি
চোখের ওপরে তার কড়া চৌকিদারি
মনে মন পুড়ে খাক; ওটুকুই ক্ষতি
বাকি সব ঠিক আছে আগেরই মতন
তবু কিছু না পড়েও অভিমানে চোখ
অদেখার গ্লানি নিয়ে চিকচিক করে।
বৃষ্টি হয়নি আজ আমার শহরে
দুঃসহবাসে তাই রাস্তা ও চোখ
দুজনেই হেঁটে চলে স্মরণিকা ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র