প্রয়াণ
আসলে প্রয়াণ বলে কিছু হয় না শ্রাবণ
ঝুলি উপচে সহবাসী হৃদয়পল্লব
লিখে রাখে লোকান্তরের দ্ব্যর্থ কথনলিপি
চলে যাওয়া মানে শুধু শোক নয় তাই
আমাদের ঋতু জুড়ে বৃষ্টিও সাম-গীত গায়।
আসলে প্রয়াণ বলে যেটুকু বুঝেছি
স্মৃতি আর পত্রপুটে অবারিত গতি
চোখের ওপরে তার কড়া চৌকিদারি
মনে মন পুড়ে খাক; ওটুকুই ক্ষতি
বাকি সব ঠিক আছে আগেরই মতন
তবু কিছু না পড়েও অভিমানে চোখ
অদেখার গ্লানি নিয়ে চিকচিক করে।
বৃষ্টি হয়নি আজ আমার শহরে
দুঃসহবাসে তাই রাস্তা ও চোখ
দুজনেই হেঁটে চলে স্মরণিকা ধরে।
সুচিন্তিত মতামত দিন