নির্মাল্য বিশ্বাস

মায়াজম
0
ফেরা

**
-

নাতন মুদির মেয়ে ময়নার ঘর পালিয়ে বিয়ে মাত্র চৌদ্দ বছরে।সেই থেকে পাড়ায় ছিছিক্কার।পালালি ঠিক আছে তাও ওই মোল্লা পাড়ার শরিফুলের সাথে! সনাতনেরও এক জেদ এ জন্মে মেয়ের মুখদর্শন করবে না।আগে আগে পুজো এলেই ঢাক বাজিয়ে সারা পাড়া মাত করত। ময়না চলে যাবার পর সব উৎসাহে ভাঁটা পড়েছে। এদিকে ঢাকিরাও আসতে শুরু করেছে। বাজার ফিরতি পথে এক বছর দশেকের ছেলের ঢাকের বাদ্যি শুনে সনাতন হতবাক।ছেলেটা এত মিষ্টি যে সনাতন কাছে গিয়ে নিজেই কথা বলেছে।
- দুপুরে আসিস বাবা একবার ঘরে, দুমুঠো ভাত খেয়ে যাস।
ছেলেটা উত্তর করেনি।অবাক চোখে তাকিয়েছে।
সেই ছেলে এসেছে। কনক বেজায় খুশি।ভীষণ কোমল মুখখানি। চোখ বুজলেই চোদ্দ বছর আগের একটা মুখের সাথে মিল খুঁজে পায় কনক।
- কি নাম রে তোর ?
- গণেশ।
- থাকিস কোথায় ?
- পাশের গাঁ পোরেলপুরে।
- বাবার নাম?
- শরিফুল।
বিনা মেঘে বজ্রপাত হল যেন। কনক সভয়ে স্বামীর দিকে তাকাতে দেখল সনাতন সাইকেল নিয়ে বেরোচ্ছে।শশব্যস্ত হয়ে কনক জিজ্ঞেস করল - কোথায় চললে গো অবেলায় ?
সাইকেলে যেতে যেতেই সনাতন বলল, - মা ঘরে আসবে বলে গণেশকে দূত করে পাঠিয়েছে, সেটাও বুঝলে না? দাদুভাইকে দেখেই বুঝেছিলাম - ঢাক যেন কথা বলছে! ভাত বাড়ো। এক ঘন্টার ভিতর মা'কে নিয়েই ফিরব।
শরতের নীল আকাশ যেন আজ আরো নীল।হাওয়ার দোলায় কাশফুলে পুজো পুজো গন্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)