সুবীর সরকার

মায়াজম
0
অপেক্ষা



নন্ত চিতায় দেখো ছাই হবো আমি
মায়ের হাতপাখার নিচে শুয়ে থাকবো
মধ্যরাত অপেক্ষায় থাকে
অপেক্ষায় থাকে শবেবরাতের চাঁদ
তোমার ঘুমিয়ে পড়া অব্দি আমিও অপেক্ষায়
থাকবো
হুইলচেয়ারের দিকে এগোতে থাকা ছাইবর্ণ
শৃগাল
থইথই দোলাবাড়ি
বিলপুকুরের মাছের
দ্যাখো,কারা যেন ছুঁড়ে দিচ্ছে মনমরা খেপলা
জাল
এই বার্নিশ কাঠের রঙের নদী
এই ভয়ে কুঁকড়ে থাকা দুপুর
শামুকের খোলে ঢুকে পড়তে চাওয়া
টিকটিকি
এই ঘিয়ের পঞ্চবাতি
রংবেরঙের যত নৌকা
কোনোদিন খুলবে না আমার বন্ধ চোখের
পাতা
হয়তো শোকের গল্প শোনাতে এসে আবার দেখা হয়ে যাবে
আমাদের
সমস্ত চিতার পাশে পিঁপড়ের ডিম
সমস্ত মেঘের নাম জাহাজডুবি
ধনীকান্ত অধিকারীর দাওয়ায় বসে আমি যে জীবন
দেখেছিলাম
হাড়িয়া মেঘের অন্ধকারে
ফাঁদ পেতে রাখা জীবন এখন টুপটাপ ভোরের
শিশির
অনন্ত চিতায় শুয়ে আমি দেখি
জলে ভেসে যায় চিরায়ত কলসি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)