কাঞ্চন দেব

মায়াজম
0
সময়

ময় ঘুরছে বনবন্ করে চড়কির মতোন
ছায়াপথ থেকে অন্য আরও এক ছায়াপথ
তুমি দাঁড়িয়ে ছিলে যে পথটার বাঁকে
সেটা কখন সরে গেছে তুমি নিজেও জানোনা
তুমি বলতে চেয়েছিলে কিছু মেঠো কথা
অথচ কথাগুলো স্থান পরিবর্তন করে
প্রতিফলিত হয়েছে অন্য মেরুতে।
অক্ষাংশ দ্রাঘিমাংশ বদলে গেছে।
উত্তর মেরুতে বরফ গলে গিয়ে সবুজে সবুজে
ছেয়ে গেছে, রকমারি ফুল ফুটেছে।
তুমি এখনো দাঁড়িয়ে আছো যে পথের বাঁকটায়
সেখানে নরকের রক্তের ঢেউ খেলেছে
অথচ তোমার হাতে ধরা গোলাপ ফুলটা
অবিকল একই রয়ে গেছে ঠিক তোমার মতো

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)