সঞ্জিতা দাস(লস্কর)

মায়াজম
0
ট্রাপিজ


পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে হাসিমুখে হাত জোড় করে যে মেয়েটি ,
সে জানে হাসিতে মুক্তো ঝরে না
জিভের গোড়ায় থলিতে রাখা বিষ ঢালছে,বিষ
ট্রাপিজের খেলা আর মায়ের চিকিত্সার ঋণ
যেন বাঁশের দুই খুঁটিতে ঝুলন্ত এক রশি,পায়ে
ব্যালেন্স যতোদিন ,তারপর ...
গ্যালারিতে বসা দর্শকের উত্তেজক তালি
ত্রিপাল কাঁপানো উচ্ছ্বাস,মায়ের ব্লাডক্যানসার -
সব গুলিয়ে যায় বারবার
ঠোঁটের রঙ ,চোখধাঁধানো কস্টিউমের পিছনে
আমি সুরক্ষাহীন চিরকাল -- ছিলাম কি কখনো..?
আজকাল ট্রাপিজের খেলায় আমার বড্ড ভয়

ব্যালেন্স ঠিক করতে পারিনা ,হাত ফসকে যায় ..

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)