শ্রী সুতীর্থ - মায়াজম

Breaking

১৭ এপ্রি, ২০২০

শ্রী সুতীর্থ

দিনের পালক

সেই ভাবে লেখা আসে, গাছের ডালে এসে বসে ছোট ছোট পাখি, চঞ্চল নদীর মতো বাঁক নেয় উড়ে যায় দূরে, সেভাবেই লেখার কাছে চেতনার মন খুলে বসি।
মনে হয় সতত সার্কাস আমাদের নিয়ে গেছে প্রতিবিম্ব রোদ, দেখা দিক বহু দূরের অনন্ত আলোক।
সেই ভাবো ভিজবো ভাবি বিকেলের নম্র রোদের নরম মাধুর্যে যেই ভাবে ধরা দেয়
বৃক্ষ মূলের অনন্ত ছায়া, বসে থাকি ক্লান্ত পথিকের মতো বেলা কাটে, একটা সার্কাস খুলে বসেছে প্রকৃতি। দুটো তিনটি প্রাণী এদিকে সেদিকে ঘোরে, একটি ঘোড়ার গাড়ি দূরে যায় সরে। মেঘের মতন করে অন্ধকার ঢেকে দেয় দিনের পালক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র