দেবাশিস মুখোপাধ্যায় - মায়াজম

Breaking

১৭ এপ্রি, ২০২০

দেবাশিস মুখোপাধ্যায়

জিনা ইঁহা মরণা ইঁহা

শীত লাগলে সার্কাস লেগে যায়। 
একটা কাঠের গ্যালারি হাতছানি দিয়ে ডাকে। 
নেপথ্য সঙ্গীতে মেরা নাম জোকার কিম্বা
হাতি মেরা সাথী বাজতে বাজতে তাঁবুর
ভিতর খেলায়। ট্র্যাপিজের স্বল্পবাস কিশোরীর কাঁচুলির লোভে কখন পাতলুন
খসে পড়ে। সাইকেলের চাকায় চাকায়
তারা হাতছানি দিয়ে জিমন্যাস্টিকসে
দুলিয়ে গেল বিস্ফারিত চোখ। কান্না ভেতরের হাসির ফোয়ারা দিয়ে জোকারের পিছন থেকে বেরিয়ে ভিজিয়ে
দিয়ে যায়। জীবন কখন সার্কাস হয়ে রাজু জোকারের দিলের বেলুন ফাটিয়ে
দিয়ে বলে জিনা ইঁহা মরণা ইঁহা ইসকা সিবা জানা কাঁহা । তখনই সপাং করে চাবুক পড়ে আমার নিস্তেজ অভুক্ত বাঘের পিঠে। দেখি অনায়াসে আগুন বৃত্ত
পেরিয়ে যাচ্ছে আমার বয়স। আর মরণ
কূপের কাছে সাহস দাঁড়িয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র