সিলভিয়া ঘোষ

মায়াজম
0
গদ্য কবিতা ও মুক্তগদ্যের উপমারা




বই ঃ এই জলতল এই সহবাস
গ্রন্থস্বত্ব ঃ পিয়ালী বসু ঘোষ
প্রচ্ছদ ঃ সুবীর মণ্ডল
নামাঙ্কন ঃ অর্পণ
প্রকাশক ঃ ঋতভাষ
মূল্য ঃ ১১০টাকা
'প্রতিটি প্রেমেই ব্রেইল হরফে লেখা অন্ধ ইতিকথা
প্রতিটি চুম্বনেই লেগে থাকে বিদায়ী স্পর্শের টিস্যু পাফ
লেন্স পরা দু' চোখ আর ওয়েস্টার্ন আউটফিট শুধ বুঝতে দেয়না
ডিপ নেকলাইনের নিচেও আছে গাঢ়তম ব্লেমিশ।' ( কবিতার নাম ব্লেমিশ)
'জোনাকীর ডাকবাক্সে' নামক কাব্য গ্রন্থের পর 'এই জলতল এইসহবাস' লেখিকা পিয়ালী বসুঘোষের দ্বিতীয় একক কাব্য গ্রন্থ। গদ্য কবিতা ও মুক্তগদ্যে সাজানো হয়েছে এই কাব্য গ্রন্থটি। যেখানে উপমার আড়ালে রয়েছে বিষাদের ছায়া ঘেরা স্মৃতির মালা গাঁথা ফেলে আসা দিনকালের জলছবি। তাতে লেগে থাকে 'অনিবার্য সুখ সফর' এর কিছু চিহ্ন। যেখানে বলা হয়েছে ঃঃ
'একথা জানাই ছিলো ফুলেরা নড়বে, পাতারা কাঁপবে
হরিণীর কাঁচুলি ঝুলে থাকবে সামান্য 'ধর্মের কল' নড়বে না শুধু...
লাল ফড়িঙের লেজে বাধা থাকবে বিগত ইতিহাসের আহা, উহু
পরিণত একটা ঘুমের দিকে যেতে যেতে রূপকথা শোনাবে মায়াবী সঙ্গমের গল্প
মুমূর্ষু এক গোপন সমুদ্র ভিতরে ফুঁসবে'
এই ধরণের সুফিয়ানা লেখার মুন্সীয়ানা পিয়ালী বসু ঘোষের লেখায় বারবার উঠে এসেছে। উঠে এসেছে অসাধারণ কিছু 'ব্যক্তিগত সালতামামি'। 'কমরেড' কবিতায় রয়েছে বিচ্ছেদশোকের চিহ্ন। ভালবাসার মানুষেরাও যে কমরেড হয়ে ওঠে আবার বিচ্ছেদে দুজনের বুকেও বাজে বিরহ বাঁশির শব্দ।
মুক্তগদ্য কি বা তার প্রকৃতি কেমন হওয়া উচিত তা বারবার বুঝিয়ে দেন লেখিকা 'মৃণালদার ঘোড়াটা' কিম্বা 'অ্যাসাইলাম', 'ভ্রম কিংবা ভীমরতি' নামক মুক্তগদ্যের মাধ্যমে।
খুব সুন্দর প্রচ্ছদ এবং প্রশংসনীয় নির্ভুল বানান সহ বইটি সকল পাঠকের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। শুধু বইটি যদি হার্ড কপি না হয়ে পেপারব্যাক হতো তবে বইটির বাঁধুনী ঠিক থাকতো।
লেখিকার কাছে অনুরোধ তিনি এমন ধারার লেখা আরও লিখুন। এগিয়ে চলুক তাঁর শক্তিশালী কলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)