প্রণব বসুরায়

মায়াজম
0
অনাক্রান্ত 

কাল বর্ষণে শুকনো পাতা নরম হয়ে গেল
সার্কাসের তাঁবু এখনও গুটোয়নি
সেই ঘেরাটোপের অন্দরে আজও হরেক খেলা--
যা আমরা কখনও পা্রি না।
আমাদের পিতৃব্য শুভঙরী জানতেন
মায়ের মুখে খনার বচন...
আমরাই সরে এসেছি সেই আবহ থেকে
বন্ধু মারফৎ জেনে যাই--এখন বসন্ত--
সে অবশ্য ঋতু না রোগের কথা বলেছিল
যাচাই করি নি।
রাত জাগি, ঘুম আসে না
তাও তাতে লেগে থাকে মধুরা-বিলাস
#
আমাদের উপশম দিতে সেবাদল প্রস্তুত রয়েছে
বসন্ত হলেও, আক্রান্ত হইনি এখনও

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)