পিয়াংকি মুখার্জ্জী - মায়াজম

Breaking

১৭ এপ্রি, ২০২০

পিয়াংকি মুখার্জ্জী



(১)অবয়ব 
আপাতত যুদ্ধবিরতি ঘোষণা হোক
প্রতিটি ঘর থেকে বেরিয়ে আসুক উদ্বাস্তু মানুষেরা
পোশাক ছিড়ুক গুঁড়িয়ে যাক সাধের আস্তানা
আমি ধানজমিতে ছিটিয়ে রেখেছি যেসমস্ত রাসায়নিক
তাতে কিন্তু সংক্রমণের ভয় প্রবল ...

(২) সার্কেল
আজ উনত্রিশ দিন হলো , এখন পৃথিবী সম্পূর্ন ভরাট
জনকোলাহলে এখানে ওখানে জমতে থাকছে গোলাকার হবার গল্প
যেদিন প্রথম শূন্যতা মাপতে শিখিয়েছিলে
সেদিন তুমি এক ঘড়া ভর্তি জলের পাশেই আস্ত একটা আকাশ রেখেছিলে মা ...

(৩)মুক্তি
বিপ্লবের ঠিক পেছনে মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে আছে যে পাঁচিলটা
আগামীকাল ওর দেহেও শীত আসবে
শিথিল হবে গায়ের শ্যাওলা
কয়েকটা পাতা ঝরে যাবে পরবর্তী গর্ভের দিকে ...
মুখ থেকে মুখোশ-এর মৃত্যু
চিতার কাঠ হয়ে রঙিন জোব্বা
জন্ম থেকে জন্ম , সেখান থেকে আবার জন্ম ।
আদতে সবটুকুই একটু একটু করে এগোতে থাকা শো অফ সার্কাস ...

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র