সম্পিতা সাহা

মায়াজম
0


যামিনী জীবন


সূক্ষ্মতম আলোর নীচে গজিয়ে ওঠা দৃশ্য...
অকালঋতু। দু'হাতে ডাকে...
উৎকর্ষতায় ডানা পড়ে আছে ছেঁড়া ছেঁড়া...
পর্দা টানা হয়নি।
টুকরো হয়ে
মানুষ এখন হিসেব চাইছে দড়ির।
সবাই জানতে চাইছে কৌশল।
আড়াল টেনে খুলে
নুলো চোখগুলো লাউডগার মতো উঠে আসছে।
খেলা ভেঙে যায়...
আধপোড়া জঠর। দুলছে পালকনিশি।
সার্কাসদল আগুন জ্বেলেছে তাঁবুর বাইরে।
মৃদুশূন্যে বাজছে, "জিনা ইহা, মরনা ইহা..."

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)