দিগম্বর রঞ্জন - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

দিগম্বর রঞ্জন

ত্রিভুজ মানুষ







তিনকোণা মানুষের সাথে হেঁটে গেছি অনেকটা পথ
নিহত ধূসর ছায়া ছিঁড়ে খেয়েছে কঠোর বাস্তব-ভূমি
দেহের ভিতরে কখনো জন্ম নেয়নি শুদ্ধ পিপাসা
ভুলিয়ে নিয়েছে যাদের ভেবেছি মাংসের ভিতরে অঙ্কুরোদ্গম-
ফুরিয়ে গেছে সুন্দর স্বপ্নের বিকেল বেলা, সেখানে আজ রক্ত-স্নান
গাছেদের সাথে লেনদেন, আমার গোছান ঘর অন্ধকারে-
বয়ে গেছে অনেকটা জল দেহের ভিতর দিয়ে
অন্ধ-জন্ম হয়েছে কালবেলা, অভুক্ত মায়ের শরীরে…
আরবার, উদ্ভিদের মতো জন্ম চাই, -
মানুষ নয়; ঘুণপোকা দৃঢ় দেহের ভিতরে
ছিঁড়ে ছিঁড়ে খায়, ঘিলু-মগজের আগা-পাছ্তলা
সবুজের ভিতরে বাসা বাঁধে ধ্বংসের কীট, কর্কট রোগী-
পরে টের পায়, প্রেতের মতো উই-রঙা জলে ভাসে;
গোটা রাতের চুলের মুঠি তুলে ধরে ছুঁড়ে ফ্যালে
আলোর স্বাদ পেতে চায়, একান্ত নির্জনে-
প্রগাঢ় চাওয়া লুফে নিতে চায়, নির্জন দুপুরে।
তিনকোণা মানুষ, গিরগিটির মতো রং-রং খ্যালে।

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র