মৃতপ্রায় গাছগুলো হাঁটে ।
অক্লান্ত হেঁটে যায় পাহাড়ের পাদদেশ থেকে হাজারে হাজারে ।
ঐ দলে একজন,
চিনতে পারিনি আমি তারে,
সেও তো যৌবনে রক্তাভ পুষ্পশোভিতা ।
বুকে হিন্দোল তুলে কবে যেন বলেছিল :
"মানুষ কী কখনও গাছকে ভালোবাসতে পারে"?
হঠাৎই জেগে উঠি,
রেনেসাঁসের পিঠে চড়ে নবজন্মের মতো ।
ধূর ছাই ! কিছুই তো বাস্তব নয় ।
পক্ষীরাজ ঘোড়ার ঝরনাতে ভিজে ফেরা,
ছদ্মবেশী সারঙ্গের রাত্রিহরা
সুন্দরী মেয়েদের মতো আসে যায়, দুঃস্বপ্নের শূন্যজ ক্ষয় ।
________________________________________
সুচিন্তিত মতামত দিন