অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

অনুপম দাশশর্মা

সংযমের তর্জনী তুলে ধরো







ঠেলে রাখো হাওয়া।
খুলে দাও বিপণ্ন সময়ের রশি
থেমে থাকা ধান বোনার দুই হাত।
এখনও যাঁরা আটকে আছে জোয়ারের জলে
তাঁদের বোঝাও এখন চলমান এই আশংকা
জীবনের চরম লাঞ্ছনার প্রহেলিকা,
ভাগ্যের মুদ্রাদোষে ভুলে থাকছ অনন্ত সূর্যোদয়।
সময় নিজেই এক আশ্চর্য ধুলো
যার গর্ভে জন্ম নেয় এক অবনত স্তব্ধতা
যাকে ভাঙতে ভাঙতে উঠে আসতে হয়
নদীর পাড়ে। পলি তুলে নয়া বসত গড়তে।
ঠেলে রাখো হাওয়া।
সরিয়ে রাখো একদার উত্তরীয়
দ্যাখো, একটি অস্পষ্ট আলো স্থির হয়ে আছে চরাচরে
সেই আলো থেকে ফুটে উঠবে নতুন পৃথিবীর
জীবনসুষমা।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র