দীপঙ্কর বেরা - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

দীপঙ্কর বেরা

ভাষার গর্ব




মি শুধুই উনিশ নই একুশ নই প্রতিদিনের ভাষা
আমি পাঁচ নই এগারো নই আমি এই বাংলার আশা
আমি এখনও উচ্চারিত সমস্ত বাঙালীর মুখে মুখে
আমি জীবনের গল্প বলা গ্রাম বাংলার দুখে সুখে।
আমি ভাষার গরিমা উন্নত শির এই বাংলার সম্মানে
জারি সারি ভাটিয়ালি লোকসঙ্গীতের উদাত্ত আহ্বানে
সাহিত্যের অঙ্গনে আমি সীমাহীন মণি মুক্তোয় ভরা
আমি ভাষার গর্ব বাংলা ভাষা হৃদয়ের আলো করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র