কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য

মায়াজম
0 minute read
1
প্ল্যাষ্টিক সময়
মুনার কালো জলে ভিড় করেছে
নক্ষত্র রা
লোহার পুলে কোনো পথিক
গোঙায় না
লালকেল্লার লাল পাথরে খিলানে
গরহাজির
ঈশক্
দিল্লিগেটের সুনসান সিমেন্ট চবুতরায়
ড্রাগ এডিক্ট,ভিখারি,পকেটমারের ভিড় নেই
ভুতুড়ে ছায়া নাচে
নিগমবোধ ঘাটে প্ল্যাষ্টিক মোড়া শবদেহ
আজ পরিচয়হীন
অন্ধকার পথে
নিরাপদ ফিজিক্যাল ডিসটেন্স এ
নাদির শা
আর
লর্ড ডালহৌসি
শূন্য পাঠশালায়
ধুলোর চাদর গায়ে
চেয়ার টেবিল

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. কৃষ্ণা দি, আপনার সিগনেচার স্টাইল! বরাবরের মতোই একরাশ মুগ্ধতা!

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
June 28, 2025