_ হিমাদ্রী মুখোপাধ্যায় - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

_ হিমাদ্রী মুখোপাধ্যায়

মাঝরাতের পদ্য
________________
বেবাগ তালহেতালের পাশে যারা গল্প বুনে আসে
তাদের পায়ের তলে বালি, তাদের হাতের তেলো খালি
কেবল কথার পিঠে কথা জমায় অপার নীরবতা...
তুমি তেমন কারোর সাথে যদি চলো গহীন রাতে
তোমার এলানো কালো চুল, কিছু বানানো কথা ভুল
কিছু এমনি কথার কথা_ কিছু গোপন রাখা ব্যাথা
ভাবো ছুইয়ে দিলে তাকে, তার উলকি আঁকা হাতে-
কটা শুকনো বকুল ফুল। হাওয়ায় উড়িয়ে দিতে দিতে
সেও হারিয়ে যাবে শীতে।
তুমি তার হাতে হাত রেখো, তাকে আপন বলে ডেকো
দেখো শীতের ভেতর কারা_ আগুন লাগিয়ে গেছে পাড়া
এখন পুড়ছে তোমার বুক, তুমি সম্মহে উন্মুখ
এসো আরো নিকট তর_ এবার আগুন চেপে ধরো।
চেপে ধরেই রাখো হাত, আগুন কতটা উন্মাদ-
জ্বেলে দিয়ছে নিজেকেই।
তুমি জাপটে ধরো যেই, আগুন তোমাকেও পোড়ায়,
শোনো বিপদ গামী মেয়ে, এ আগুন সুখ পুড়িয়ে খায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র