কৌশিক সেন - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

কৌশিক সেন

কালবেলা কেটে গেলে




-১-
টিকে গেলাম
টকে গেলাম
দুধের মতো
বোধের মতো,
প্রতিশোধের মতো ……
-২-
শ্রিখোল
খঞ্জনি
মৃদঙ্গ
গভীর রসকলি,
অষ্টপ্রহর জেগে আছি।
ভুলে গেছি
সংকীর্তন গান…
-৩-
বেশ কদিন হল
ঘুমিয়ে আছে
অনন্ত সুখ,
কানে সুড়সুড়ি দিয়েছি
আকাশি পালকে।
শুনেছি,
ডুমুর রঙের ঘুমেরা
বড় গভীর হয়…
-৪-
কালচে সবুজ মাঠগুলো
বড় বর্ণহীন।
আজ
অসবর্ণ বিবাহে
আপত্তি নেই
ধূসর গোধূলির!
-৫-
পাখির দেশ
তুই, আমি
আর মেঘ।
আমার ডানা নেই,
তাই
মেঘের ধূসর পালকে
কোনো আপত্তি নেই আর…
-৬-
ইলেক্ট্রিকের খুটি
একটা চান্স
পাওয়ার অফ্,
মুঠো উপচানো জ্যোৎস্না
ছায়ামানুষ
ছায়াবৃক্ষ
ছায়াপথ
শুধু একলা হাঁটবার…
---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র