অপেক্ষা
অথচ এটাই ধ্রুব সত্য
মৃত্যুর জন্যই আমরা বড় হই, বেঁচে থাকি
যা কিছু প্রিয়, বড় আদরের, ভালোলাগার,
সমস্ত কিছুই গচ্ছিত রাখি ভালোবেসে।
অথবা তুমি ফুলের কথা মনে করো
আমার শরীর জুড়ে ফুটে থাকবে তোমার প্রিয় ফুল।
এই মৃত্যু মিছিল শেষ হলে,
তুমি একটিবার এসো!
বাইরে আজ যতোটা সুনসান
ভিতরে ততোটাই সুগন্ধ নিয়ে সজীব থাকবো আমি
কথা দিলাম।
তুমি অহেতুক ভয় পেয়োনা
এই অন্ধকার পৃথিবী আবার একটি নতুন সূর্য,
নরম আলোর সকাল নিয়ে আসবে।
খুলে দিতে পারবে সমস্ত বন্ধ জানালা
আকাশে আবার পাখি উড়বে
একটানে সরিয়ে ফেলতে পারবে মুখের মাস্ক।
হাওয়া, বিশুদ্ধ হাওয়া যতো পারো
টেনে নিতে পারবে বুকের মধ্যে, ফুসফুসে।
একদম ভয় পাবেনা,
বাইরে যতোটা সুনসান
ভিতরে ততোটাই সুগন্ধ নিয়ে তোমার প্রতিটি নিঃশ্বাসে
বেঁচে থাকবো আমি, কথা দিলাম!
তুমি কেঁদো না, শুধু মনে রেখো
মৃত্যুর জন্যই আমরা বড় হই, বেঁচে থাকি।
যা কিছু প্রিয়, বড় আদরের, ভালোলাগার,
সমস্ত কিছুই গচ্ছিত রাখি ভালোবেসে।।
সুচিন্তিত মতামত দিন