মেঘনা চট্টোপাধ্যায়

মায়াজম
2
বন্টননামা





সলে অপচয় বলে কিছু হয়না,
বৃথা যায়না কোন আয়ুষ্কালই।
এই যে তোমার নীরবতা ভেঙে ভেঙে
আমি একলক্ষ স্বর্ণমুদ্রা গড়িয়েছি...।
আমার ঘাম, রক্ত, অশ্রু মিশে আছে এতে।
এই যে কথারা চিকন সবুজে ঘনিয়ে উঠছে মৃত শিরিষের শাখায় শাখায় ;
কাল এতে পাখি এসে বসবে কত!
এই ঝরে পড়া শুকনো পাতার স্তুপে
হয়তো আগুন জ্বালবে কোন মেঝেন।
নাচ-গান-খানা-পিনার শেষে সে আগুন নিভে চুঁইয়ে উঠবে সুখশ্রান্ত ধোঁয়া।
যা আমার কোন কাজে লাগবেনা কোন দিনও,
তাকে তো কেউ রেখে দিতেও পারে কড়ির বাক্সে,
এই ভেবে, ফেলে দিতে গিয়েও হাত কেঁপে গেছে।
রেখে যাচ্ছি তাই এই পুকুর, বাগান, দালানকোঠা
রেখে যাচ্ছি এই তামাদি মহাফেজখানা।
বিলিয়ে দিও অন্ধ জনে জনে

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন