অনুমান করেছিলাম, তুমি আর ফিরবে না...
আমার দিনরাত তখন একই ট্যানেলে ঢুকে পড়েছে।
একটা রিংটোনের ভিতর আর একটা রিংটোন শুধু থেকে গেল...
পুরনো অভিমান নির্মেদ হলে পায়ে পায়ে জড়িয়েধরা শ্যাওলাও ধুয়ে যায় একটু একটু করে। শব্দহীন নুপুর বাজবো কি বাজবো না ভাবতে বসে... চুপ আর শব্দের মাঝখানে নিভৃতি ভেঙে একটা কাঠঠোকরা ঠকঠক করে আবার চুপের ওপর শব্দ বসাতে শুরু করে...
যে যায় সে আর ফেরে না নাকি ফিরলেও তার মুখোশ
বদলে যায় কী জানি... তবু একটা রিংটোনের ভিতর আর একটা রিংটোন শুধু থেকে যায়... সমাপতনের
আড় ভেঙে ভেঙে নিঃশব্দে সে মধ্যদুপুরের তার ছিঁড়ে ফেলে...
সুচিন্তিত মতামত দিন