নূপুর রায় - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

নূপুর রায়

রিংটোন

নুমান করেছিলাম, তুমি আর ফিরবে না...
আমার দিনরাত তখন একই ট্যানেলে ঢুকে পড়েছে।
একটা রিংটোনের ভিতর আর একটা রিংটোন শুধু থেকে গেল...
পুরনো অভিমান নির্মেদ হলে পায়ে পায়ে জড়িয়েধরা শ্যাওলাও ধুয়ে যায় একটু একটু করে। শব্দহীন নুপুর বাজবো কি বাজবো না ভাবতে বসে... চুপ আর শব্দের মাঝখানে নিভৃতি ভেঙে একটা কাঠঠোকরা ঠকঠক করে আবার চুপের ওপর শব্দ বসাতে শুরু করে...
যে যায় সে আর ফেরে না নাকি ফিরলেও তার মুখোশ
বদলে যায় কী জানি... তবু একটা রিংটোনের ভিতর আর একটা রিংটোন শুধু থেকে যায়... সমাপতনের
আড় ভেঙে ভেঙে নিঃশব্দে সে মধ্যদুপুরের তার ছিঁড়ে ফেলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র