জারা সোমা - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

জারা সোমা

দূরত্ব





দূরত্ব আছে বলেই হয়তো
বেঁচে আছে নাম- গোত্র
শব্দেরা লিখতে থাকে বাৎসায়নী সংলাপ
সিঁথিতে জ্বলজ্বল করে সিঁদুর
মঙ্গলসূত্র পরতেই ঝড় উঠে
মনে পড়ে উলুক ঝুলুক বাসর
বেহিসেবি রাত চালায় খাগের কলম
উত্তাপ জমা রাখে থার্মোমিটার
তুমি দূরে আছো বলেই হয়তো
ভালো আছো সামাজিক সম্পর্কে
নীলকন্ঠ আবেগ আমাকে ক্রমশ
পরিণত ও দার্শনিক করে তোলে।।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র