চায়ের কাপের পাশে শুয়ে থাকে পড়ন্ত রোদের হাসি
যেমন হেলে থাকে বট পুকুরের কাছে নিচু হয়ে জলকে জড়িয়ে
তুমি -আমি বসে আছি স্টেশনের বকুল গাছের নিচে,
প্ল্যাটফর্ম এখন ফাঁকা, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে ট্রেন
কেউ নেই, শুধু একটি কিশোরের পাশে হিরণ্য-কিশোরী
কথা বলে ভয়ে ভয়ে.......গল্প সব ভালোবাসা ঘিরে
বকুলের গন্ধ চারিদিকে, তোমার চুলের মধ্যে কেয়োকার্পিন
হাওয়ায় ভেসে ভেসে ওঠে, গায়ের মধ্যে স্বল্পদামী সেন্ট
বিচলিত করে সমগ্র শরীর, ঢেউ তোলে সমুদ্রের মত
চায়ের কাপের কাছে দু'জনের ঠোঁট কেঁপে কেঁপে ওঠে
যদি কেউ দেখে ফেলে আজই বুঝি শেষ মোলাকাত
আমরা ট্রেন না-আসার প্রত্যাশায় থাকি,ঘন হয়ে বসি
আরও কাছাকাছি ক্রমশ গাঢ়তর হই বিকেলের শেষে
রোদ আরো কমে আসে, তোমার চুলের মত কালো অন্ধকার
বকুলের গাছে নেমে আসে আমাদের দু'জনের কাছে
জনাই রোড স্টেশন ক্রমে ক্রমে স্বর্গের দরোজায় আসে
সেইসব দিনরাত মুক্তোর মত জলের নিচের থেকে তুলে আনি
বাতাসে কিসের প্রেম ঈশ্বরের মত জেগে থাকে, আমার মন্দিরে
দেখি কোনো বিগ্রহ নেই, সেখানে তোমারই উদ্ভাসিত মুখ
হেসে ওঠে,চতুর্দিক আলোকিত আশ্চর্য তোমারই উদ্ভাসে
আমি রোজ বসে থাকি জনাই স্টেশনে বকুলের নিচে
চায়ের কাপের পাশে শুয়ে থাকে রোদ আলস্য-বিলাসে
আমাকে ডেকে ডেকে নেয় ধানের জমিতে,ওখানেও তুমি
ধানের দুধের মত সৎ আর অনন্য মেধাবী নারী
জেগে থাকো জারুলের মত, সবে আসা আমের মুকুল!
সুচিন্তিত মতামত দিন