বেবী সাউ - মায়াজম

Breaking

২২ অক্টো, ২০২০

বেবী সাউ

 




১.মঞ্চ

কটা লোভী মন প্রত্যহ তোমাকে প্রতারক সাজিয়ে তুলছে

অথচ লোভের খেতে জুলুজুলু তাকিয়ে আছে বিড়ালিনী
তার ফুলে ওঠা লোম, শরীরকে করে তুলছে মায়াবী এবং কাঙ্ক্ষিত

সহজ একটা পথ ভেবে তুমিও শিকারে বেরিয়েছ
হাতে ক্ষমতার বড়শী, লোভনীয় খাদ্য এবং সর্তক মন
কখনও কখনও ব্যর্থ হতে পারে এসব সাধনা
কিন্তু সহজ পথে উঠে আসে ততোধিক রাঘব বোয়াল

বৌ বাড়িতে রান্না চাপিয়েছে...

তুমি আর বিড়ালিনী মাছের ল্যাজামুড়োটি খাবে!



২.ক্ষমতা

প্রতিটি ব্যবস্থা নির্মমতা খোঁজে বেরিয়েছে
তার দিকে, তুমিও নিপুণ, ছেড়ে দিচ্ছ মিহি সুতোর বানানো জাল, ফাঁদ

থই খুঁজে না পাওয়া সেই ব্যবস্থা এবং তার ব্যবহার
তোমাকে বানিয়ে দিচ্ছে বিশিষ্ট শকুনি...
খেলার ভেতর ঢুকে যাওয়া রক্তমাংস, হাড়
নির্দিষ্ট লক্ষ্যে সফল হচ্ছে

জানো না অথচ, প্রতিটি ব্যবস্থা আসলে শেষপর্যন্ত ঊরু ভেঙে যাওয়া দুর্যোধন আর সেই দ্বৈপায়ন হ্রদ

প্রয়োজনে তোমাকে পরাজিত সৈনিক করে তুলতে পারে!



৩.লোভ

একটা গল্পের প্লট তোমাকে দিয়েছে বিতর্কিত নায়কের পোস্ট

লালনের স্নেহ দিয়ে, মায়াটির আলো দিয়ে
তুমিও কৌশল, একে একে শিখে গেছ সিঁড়ি ভাঙা অঙ্ক

দীর্ঘ পতাকার নীচে পুঁতে দেওয়া সেই আলো অন্ধকারের অক্ষর, শব্দ
পিঁপড়ের দেহ হয়ে উঠে এসেছে উপরে

সিঁড়িটির কতটুকু বলো,
উই তো প্রকৃতি প্রিয় যখন যা খুশি
মাটি করে দিতে পারে...


৪.বিষ

আমার শরীর থেকে বুনো মাছ ঘাই মেরে ওঠে
যেন বহুদিন তার জলের ভিতরে ইতিহাস
ডুবে ডুবে জল খেয়ে চলে গেছে মেরিন ড্রাইভে
এ বুড়ো শহর কাকে দিয়ে যাবো, গচ্ছিত আকারে?
ঘনঘন পাল্টে যায় এমন ছুরির ডগা থেকে
যে জীবন চুঁইয়ে নামে, তার কথা এখনো ভাবিনি...
অক্ষরের মায়া ভেবে, পাতালপ্রবেশ করে গেছি

প্রতিটি জীবন থেকে নেমে আসছে উভচর সাপ
তাকে দুধ কলা দিয়ে পুষো...



৫.ম্যাগট

রাতের ভাণ্ডার খুলে দেখি টুকরো শরীরে চাঁদ পড়ে আছে...
কী রক্তারক্তি কান্ড পথটির আনাচে-কানাচে
ইতিহাস থেকে যত রাস্তা যায় মৃত মোড় ছুঁয়ে
আমি কেন আসি আর কেন যাই অজ্ঞাত কারণে?
একটি রূপোর পাত্রে বহু ক্ষত জমে আছে, দেখি

যেভাবে পোকায় কাটে দেহ, শান্ত সেই পতনের গতি...
তাহাকে নিঃস্ব কর, তাহার সর্বস্ব নিই আমি
মায়াবিগলিত পথটিকে যেভাবে ছুঁয়েছে অপেক্ষা, কানাই...



৬. চোখ

অথচ প্রতিটি দৃশ্য প্ররোচনাময়...

দেখেছি অনেক দূর থেকে কেউ আসে না এখন
দিগন্ত পেরোনো লোক অনেক দূরেই চলে যায়
টিকিট কাটাই ছিল তার বুঝি, সহযাত্রী ছিল।
আমি তার সঙ্গে শুধু ভ্রমণবৃত্তান্তে কথা বলি
আমি তার সঙ্গে শুধু চা বাগানে ঘুরি ভোরবেলা
জলের হাওয়ায় চাঁদ মেখে নিই আশ্চর্য সন্ধ্যায়
তবুও টিকিট তার কাটা থাকে অনিবার্য যেন
ফিরে যেতে হয় তাই ফিরে যেতে হবেই কখনো

...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র