মৌনী
জোসনার ভেতর আনন্দফুল, তবু আপন আর কী আছে বল সই!
নক্ষত্রের ডাল থেকে পাওয়া সেই উৎসব দিন, অচিরেই উবে যায়।নির্জন বিকেল জমে আংটির গায়ে।কার্নিশ ছুঁয়ে যে আবেশ তাও ধুয়ে গেছে বরষা ধারায় ...ধোঁয়ায় ধোঁয়ায় কী দারুণ মূর্তি করেছে দ্যাখো....
তারপর শুধু জলরং হয়ে আছি।
চামড়া খসে যায় করবীঝোপে, মেঘপরীর গাউনে ভাসে আমার চুল,বৃষমণ্ডলে ছুঁড়ে দেওয়া টুকরো আমার কোমরের হাড়,পাঁজর… ততোধিক দূরে গেছে মুখর চড়াই,আজ খুব জলরং হয়ে আছি।
'
খুব ভালো লিখেছ সঞ্চালিকা💐
উত্তরমুছুনখুব ভালো লিখেছ সঞ্চালিকা💐
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুনভালো লেগেছে রে
উত্তরমুছুন