কাল দুপুরে ওরা যা যা করেছিল
আমার মাসির ঘরটা জ্বালিয়ে দিয়েছিল ওরা |
কান্নাকাটি করেছিলাম খুব !
ওই টিভির মেয়েগুলো যেমন নুয়ে পড়ে
আর শরীরের মাঝবরাবর কেমন ভাঁজ হয়ে যায়,
ঠিক যেন পাঁচ পাউণ্ডের নোট !
যে ছেলেটা আমায় রোজ ভালোবাসার কথা বলত,
গলাটা খানিক ঠিকঠাক করে নিয়ে তাকে ডাক দিলাম ...
‘শুনছ !’
সে বলল, ‘ওয়ার্সান, কী হয়েছে ? কী হয়েছে তোমার ?’
ঈশ্বরকে ডাকছিলাম আমি |
মনে মনে সেই এক কথা.....
‘হে ভগবান,
আমার যে আসলে দুটো দেশ !
একটি তৃষ্ণার্ত, আর
অন্যটিতে আগুন লেগেছে |
জল চাই ..জল..’
তারপর
অনেক রাত যখন,
কোলে বিছিয়ে রাখা মানচিত্রের
পৃষ্ঠা জুড়ে এলিয়ে থাকা পৃথিবীর বুকে আঙুল বোলাতে বোলাতে
ফিসফিস করে জানতে চেয়েছিলাম,
‘কোথায় ব্যথা তোমার ? কোথায় ?’
উত্তর এসেছিল....
‘সবখানে
সবখানে
সবখানে......’
( ভাষান্তরিত )
মূল কবিতা: What They Did Yesterday Afternoon
by Warsan Shire
ওয়ার্সান শায়ারের লেখা ভাল লাগে।অনুবাদ ভাল লেগেছে।
উত্তরমুছুন