বেড়ালের তালব্য শ

মায়াজম
0

 


পাঁচালী


#

অহল্যা


বিপন্ন দরজার গায়ে অন্যস্পর্শ বসুধারা ছাপ

আমার মায়ের মুখ মনে পড়ে



দ্রৌপদী

ক্ষুধার উনুন পাশে অবেলার ছড়ানো সংসার। শাকান্নের কণামাত্র পড়ে আছে।

যাও তবে, স্নান করে এসো।



তারা

ছেঁড়া জরায়ুর ভার, শাশুড়ির পায়ে ব্যথা, ছেলের ইস্কুল, গ্যাস শেষ, ইলেক্ট্রিক বিল আর একপেশে ময়লা চাদর।

তোমার দাদাও রাতে মদ খেয়ে হাত তুলতো গায়ে।



কুন্তী

একহাতে অন্ধ আর অন্যহাতে বৈকল্যের দিনে ইতস্তত অরণ্যচারণ
পুনর্নবা,
প্রথম সূর্যের স্নান, মনে পড়ে? পড়ে?



মন্দোদরী

আপনারা চলে যান। আমার স্বামী নকশাল ছিল, মারা গেছে। ছেলেকে ছেড়ে দিন, ও কিছু জানে না। ওই অস্ত্রগুলো সবই ওর বাবার। সে নেই আর। ছেলেটাকে মারবেন না, ও কিছু করেনি।

হ্যাঁ, আমি যাচ্ছি। চলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)