যদি জানতে
ফুলের কাছে পৌঁছোতে চাই জেনে
কত যত্নে পথে বিছিয়ে দিচ্ছ কাঁটা,
চাঁদ আমার বিশল্যকরণী বলে
কত কষ্টেই না বাড়াচ্ছ অমাবস্যা সংখ্যা,
চোখে তো চোখ রাখবই
তাই প্রাণপণে টেনে নামাচ্ছ কালো পর্দাটা–
শুধু যদি জানতে
এ সবই আমাকে অন্য কিছু নয়,
কেবলই চাঁদ ফুল
আর তোমার চোখটাই দেখাচ্ছে!
সুচিন্তিত মতামত দিন