চন্দ্রাণী গোস্বামী - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

চন্দ্রাণী গোস্বামী

 বিরহিনী


 

চাঁ দেখেনি কখনো মাথা তুলে

 

জনান্তিকে নিবিড় চোখের মৃদু ইশারায়

স্থবির স্থাপত্যেও লোভ জমে--- অজানাই ছিল।

 

একদিন সহসা পূর্ণিমার জোয়ারে

বিরহী যক্ষের আদল খুঁজে পায়

 

সেই থেকে তার পাহাড় দেখার সাধ...

 

তার বন্দি কারাগারে এসে আজকাল

শ্রাবণও দিকচিহ্ন ভুল করেভাস্কর্য আঁকে

নরম পলিস্থানে।

 

একাকী পেলে তাকে জেনে নেব

 

চাঁদ-রাত পার হয়ে কবে গিয়েছিল জ্যোৎস্নার উলঙ্গ বুকে?

উত্তুঙ্গু পাহাড়ে কবে খুলে পড়েছিল অবাধ্য এক খোঁপা?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র