উপুড় করা বাটি
স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। এক টুকরো কাচ বয়ে বেরাচ্ছি... কোথাও সে আলো দেখেছে। এ জগৎ মায়াময়। মায়াদেবী আচ্ছন্ন করে রেখেছে। সকাল- সন্ধ্যে ভাবি তার কাছে যাব। যে একা একা থাকে, তার কোনও দুঃখ নেই, সন্তান নেই, পিতা নেই, মাতা নেই...
এমন ভাবারপর চা-বিস্কুট নিয়ে বসি। টেবিলে উপুড় করা বাটি... উল্টে দেখি কিছু নেই। শূন্যতা ঢেকে রাখবে বলে কে যেন প্রস্তুতি নিচ্ছে...
সুচিন্তিত মতামত দিন