ঋক সৌরক

মায়াজম
0

     

        ফ্লাইং ব্লেণ্ডার্স ও ক্যারিবিয়ান রাধাচূড়া




ভীর সমুদ্রের প্রজাপতি উথলানো আলোর কেশদামে থেঁতলে গেলো গো মুখ সুগন্ধের একমুখী পথ সুগন্ধের উষ্ণতা তলে শায়িত প্রজাপতিটি আমাদের পথ, ওই, আত্মহারা নাবিকের ভাষা সহস্র নটিক্যাল বেগে এসো চুমু এসো ভাষা খাই অনিন্দ্য প্রজাপতে: গভীর সমুদ্রে দাঁড়াবার জায়গা-য় দাঁড়িও না, ভেসে যাও ভেসে যাও ছোঁয়াচ লাগলেই রঙিন হয়ে ওঠে নুন - নুনের দণ্ডিত টিলা আলো দিয়ে মোড়া পাখনা নেড়ে নেড়ে অন্ধকারগুলি ওড়ে এ জলযাত্রা তবু, তোমার প্রশ্নের ভেতর নেমে শুদ্ধ হই ক্রমশ সমুদ্রের প্রজাপতি : গভীর না চেয়েও চেয়ে আছি না-না-রকম জলের প্রণিধান আদলের নিরাকার ওড়নাটি মিথের মত দুরুদুরু মিথ্যুক কুসুরে আকাশকুসুম প্রজাপতিদের ভয়েজ প্রলিপ্ত হচ্ছে হে রাধে! অপরাধ নিও না! দিকচক্রবাল খুলি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)