নিলয় নন্দী - মায়াজম

Breaking

২৪ জুন, ২০২৩

নিলয় নন্দী

       

           মৌচাক


মার নিজস্ব কোনো মৌচাক নেই
মধু নেই, মধুমাসও শুনশান
রাণী মৌমাছিও উধাও
যাদের মৌচাক আছে, থাক
অলীক কুঠুরি, মায়ার চ্যাটচ্যাটে টান
লেগে থাক স্তনবৃন্তে
এখন অষ্টারম্ভ। ওয়াগল নৃত্যে তুমিও
খুঁজে নিচ্ছ খাবার বা সুপুরুষ ড্রোন
শ্লোগান বা শিহরণ
জিভ পেতে বসে আছি ধর্ণায়
লেভুলোজ সুক্রোজ নেহাৎ কাম
অথবা কামনা অন্ধ
এখন আমার মাথার পিছনে মুখোশ
মাতলা নদীর উথালপাতাল মৌচাক সম্ভবত জানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র