সুকৃতি শিকদার

মায়াজম
0 minute read
0

  কাঠিবাজ




য়তো এটাই মূল সমস্যা এখন
আমি তারুপর ভীষণ নির্ভরশীল
হয়ে পড়তা ছিলাম, ফলে
যারপরনাই বেপরোয়া…
আমারে কে আর পায় কও
কেইবা তেমন আর আমার কেয়ার
নিতি গিয়ে ডাকে নেবে দোতলার ঘরে!
বই গুলো হাসত হয়তো
আমাদের পাশাপাশি জ্বলত সিগার।
ফিল্টার গুলারে অর্থনীতির মতন
গুঁজে দিতি গিয়ে অ্যাশট্রেতে
তোমারে পেট্রোল দিয়ে চাদর ভিজাতি দেখি যেই
বিছানায় কাঠি করি আমি
দেশলাই ফাঁকা করে দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
April 30, 2025