কবিতা বন্দ্যোপাধ্যায়

মায়াজম
1 minute read
0

  মধু-যাপন




মার কিছুই মনে পড়ে না আজকাল
অদ্ভুতভাবে সবটাই ভুলে গেছি,
শুধু একাদশীর চাঁদ দেখলে একটা গান গাইতে ইচ্ছে করে,
যদিও পুরোটা মনে নেই...
আসলে একাদশীর চাঁদের ক্ষয়ে যাওয়া অস্তিত্বের সঙ্গে নিজের মিল পাই খুব,
চাঁদটা যেন আমার মতই আধখানা, একটা ভাঙ্গা কলসি ;
তার গা বেয়ে অনবরত গড়িয়ে পড়ে মধু ...
লড়াই-ক্লান্ত, ক্ষয়ে যাওয়া রক্তাক্ত আমিও হাসি,
স্তাবকের ভাষায় সে নাকি মধুর মত!
প্রত্যেক একাদশীর রাতে ছাদে গিয়ে দাঁড়াই
প্রার্থনা করি চাঁদের সঙ্গ ,
দুহাত ভরে ঠোঁটে ছোঁয়াতে চাই মধু ,
সঞ্জীবনীর মত পেতে চাই আমার সর্বাঙ্গে !
চটচটে ঘন মধুর বদলে নেমে আসে একরাশ যন্ত্রণা
ঠিক যেন চাক ভাঙ্গা মধু ,
আমি তলিয়ে যেতে যেতে ভাবি
অসুখ সেরে গেলে একটা উপন্যাস লিখবো, লিখবোই ......

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)
April 22, 2025